patrika71
ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

পলাশে ১০ টাকায় ঈদ বাজারে, ঈদের আনন্দ ভাগাভাগি

উপজেলা প্রতিনিধি, পলাশ
এপ্রিল ২০, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

“এ হোক অঙ্গিকার মালিতা হবে মানবিকতার “এ শ্লোগান নিয়ে নরসিংদীর পলাশে চরসিন্দুর ইউনিয়ন ইউনিয়নের মালিতা গ্রামে ১০ টাকার বিনিময়ে মিলছে হাজার টাকার ঈদ বাজার।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় ৭নং উওর দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্যান্ডেল করে সারি সারি ভাবে দোকান বসিয়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে ১০ টাকার বিনিময়ে হাজার টাকার ঈদ বাজার সামগ্রী তুলে দেয়া হয়েছে। পলাশ উপজেলার সামাজিক সংগঠন মালিতা সেচ্ছাসেবী যুব সংগঠন পরিবারের পক্ষ থেকে ১৬০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকায় এ ঈদ বাজার তুলে দেন প্রধান অতিথি চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।

মালিতা সেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো.হানিফ মিয়া সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মো জুলহাস উদ্দিন ভূইয়া সভাপতি নরসিংদী জেলা বাপসা, স্থানীয় ওয়ার্ড ইউপি মেম্বার, এলাকার বিশিষ্ট বেক্তিগন, প্রমুখ।

মাত্র ১০ টাকার বিনিময়ে এখান থেকে সেমাই, চিনি,দুধ , চাল, ডাল, তেল,সাবান, সাতটি পণ্য নিয়েছেন নিন্ম আয়ের মানুষ।ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সামাজিক সংগঠন মালিতা সেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি হানিফ মিয়া বলেন, ২০২১ সাল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করি। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাএ ১০ টাকার ঈদ বাজারের এ উদ্যোগ নিয়েছি।

পত্রিকা একাত্তর/ সিয়াম সরকার