আশ্রয়ণ প্রকল্পে থাকা অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ১৯/০৪/২০২৩, ৮:৪১ অপরাহ্ণ /
আশ্রয়ণ প্রকল্পে থাকা অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ

জামালপুর সদর উপজেলা ভালুকা শ্রীপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে থাকা অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ওই নেতার ব্যক্তিগত তহবিল থেকে শ্রীপুর ইউনিয়নের রাণী পুকুরপাড় এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ফনি মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন দুলালের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আয়নাল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

পত্রিকা একাত্তর/ সাকিব