নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে মঙ্গলবার একটি রেস্টুরেন্টে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যােগে ইফতার পার্টি ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ইফতার পার্টি ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, নায়েবে আমীর বেলায়েত হোসেন, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জামায়াত নেতা কামাল উদ্দিন, বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি এ,বি,এম হেলাল উদ্দিন,জামায়াত নেতা আবুল হাশেম, জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর আবদুল মান্নানসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত নেতারা এসময় বলেন,এ সরকার সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। আমরা একটি গণতান্ত্রিক দল।দীর্ঘ ১৫ বছর ক্ষমতা থাকাকালিন সময়ে এ সরকার আমাদের কেন্দ্রীয় অফিসসহ উপজেলা পর্যায়ে শাখা অফিস পর্যন্ত বন্ধ করে দিয়েছে।
সভাপতির বক্তব্যে বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন বলেন, সরকার আমার ও উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনসহ জামায়াত নেতাদের বিরুদ্ধে ৩৬ টি মিথ্যা মামলা দিয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ