patrika71
ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে সৎ ভাইকে মারধর

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী
এপ্রিল ১৯, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

একটি কলার ছড়ি নিয়ে কলেজ পড়ুয়া সৎ বোনের সাথে সৎ ভাবীর তর্কের জেরে মোতাহার হোসেন ওরফে বাবু মুন্সি নামে সৎ ভাইকে মরধর করে রক্তাক্ত করেছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পশ্চিম সমেশ্চুড়া বাজারে সুমনের চায়ের দোকানে একটি কলার ছড়ি নিয়ে কলেজ পড়ুয়া সৎ বোনের সাথে সৎ ভাবীর তর্কের জেরে সৎ ভাইকে মরধর করে রক্তাক্ত করেছে সাইফুল ইসলাম নুহু (৫২) নামে এক ভাই ও তার ভাতিজা।এ ঘটনায় রাতেই নালিতাবাড়ী থানায় অভিযোগ দেওয়া হলেও এখনও পর্যন্ত পুলিশ কোন আইনী ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ ভুক্তভাগীদের।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পশ্চিম সমেশ্চুড়া গ্রামের মৃত আবদুল মান্নানের দুই স্ত্রীর সন্তানদের মাঝে একখন্ড জমি নিয়ে বিরোধ ছিল। যা গত কয়েক বছর আগে তৎকালীন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম এর সহযোগিতায় মিমাংসা হয় এবং ৫ কাঠা (২৫ শতক) জমি মোতাহার হোসেন ওরফে বাবু মুন্সি ও তার বোনদের দখলে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ওই জমিতে রোপিত কলাগাছ থেকে উৎপাদিত কলার ছড়ি প্রায়ই সাইফুল ইসলাম নুহু কেটে নিয়ে যেতো। ঘটনার দিন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ওই জমি থেকে কলেজ পড়–য়া মাহদীন নাহার ওরফে মেরিন (২৫) একটি কলা ছড়ি কেটে বাড়ি নিয়ে আসেন। এসময় তার সৎ বড় ভাই সাইফুল ইসলাম নুহুর স্ত্রী জমিলা বেগম (৪৫) মেরিনকে গালাগালি করে।

পরবর্তী সময়ে ইফতারের পর মেরিনের সহোদর ভাই মোতাহার হোসেন ওরফে বাবু মুন্সি পশ্চিম সমেশ্চুড়া বাজারে সুমনের চায়ের দোকানে বসেছিলেন। এসময় তার সৎ বড় ভাই সাইফুল ইসলাম নুহু ও নুহুর ছেলে জিন্নত আলী মোতাহারের কাছে তার বোন মেরিন কর্র্তৃক কলার ছড়ি নিয়ে যাওয়ার বিষয়ে তর্কে জড়ান। উভয়ের মাঝে তর্কের একপর্যায়ে নুহু ও তার ছেলে জিন্নত মোতাহারের উপর পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড় নিয়ে চড়াও হয় এবং উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত করে ফেলে। পরে উপস্থিত লোকজন ফিরিয়ে আহত মোতারকে উদ্ধার করলে পরিবারের লোকজন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এদিকে এ ঘটনায় রাতেই আহত মোতাহারের ছোট বোন মাহদিন নাহার ওরফে মেরিন বাদী হয়ে সৎ ভাই, ভাতিজা ও উস্কানিদাতা ভাবিকে অভিযুক্ত করে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনার তদন্ত বা কোন আইনী ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বাদীর।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। এতক্ষণে তদন্ত করার কথা। হয়তো সময়ের অভাবে হয়নি। তবে বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ মনোযার হোসেন