patrika71
ঢাকামঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

হামিদা এরশাদুজ্জামান ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ৫শতাধিক পরিবার

জেলা প্রতিনিধি, জামালপুর
এপ্রিল ১৮, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৫ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরন করেছে হামিদা এরশাদুজ্জামান ফাউন্ডেশন।

সেবা মুলক এ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোষেরপাড়া ও বিভিন্ন এলাকায় ৫শতাধিক অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৫শ টাকা করে দেওয়া হয়। এছাড়াও উপজেলার চারটি মাদ্রাসায় ১০০ কেজি করে মোট ৪০০ কেজি চাউল বিতরন করা হয়।

এসময় ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন রেজাউল করিম বুলবুল, মিজানুর রহমান মজনু, মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া, আরিফুল ইসলাম লাবলু প্রমুখ।

ঈদ উপহার পেয়ে স্থানীয়রা জানান, মানবিক ডাকে সাড়া দিয়ে হামিদা এরশাদুজ্জামান ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, সৈয়দ হাবিবুল্লাহ -শের-ই জামান জানান, মানবসেবার লক্ষ্যে ফাউন্ডেশন-টি গঠন করা হয়। করোনা সহ বিভিন্ন দুর্যোগের সময় যতটুকু সম্ভব অসহায় দুস্থদের পাশে থেকেছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

পত্রিকা একত্তর/ সাকিব