patrika71
ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

পলাশে মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, পলাশ
এপ্রিল ১৭, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী জেলার পলাশ উপজেলায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২৩ উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক “আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, এ ছারাও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা প্রমূখ।

বক্তাগণ ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের বিষয়বস্তু নতুন প্রজন্মের কাছে তুলে ধরণে। শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে সকল শহীদানদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।

পত্রিকা একাত্তর/ সিয়াম সরকার