জনাব উপমা ফারিসা উপজেলা নির্বাহী অফিসার, সরিষাবাড়ি, জামালপুর মহোদয়ের বদলি জনিত বিদায় এবং নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার মহোদয়ের বরণ অনুষ্ঠান উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এম.পি।
আজ ১৬ এপ্রিল রবিবার উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অডিটোরিয়াম হল রুমে এ বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বুধবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলীর আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ঐ প্রজ্ঞাপনে তাকে খুলনা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
এদিকে ৫ এপ্রিল ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিক রেজা বিশ্বাস এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শারমিন আক্তারকে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী দেওয়া হয়।
পত্রিকা একাত্তর/ সিহাব উদ্দিন
আপনার মতামত লিখুন :