সরিষাবাড়ীতে মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ /
সরিষাবাড়ীতে মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

জামালপুর জেলার সরিষাবাড়ীতে কোনাবাড়ী দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ শনিবার ১৫-০৪-২৩ ইং তারিখ বিকেলে সরিষাবাড়ী পৌরসভার অন্তরগত কোনাবাড়ী দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্পচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান।

বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়নে ভবনটি কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে শিক্ষা অধিদপ্তর নির্মাণ সহযোগীতা করছে।

এ সময় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জামালপুর নির্বাহী প্রকোশলী আনোয়ার হোসেন, টাঙ্গাইল এর শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীর, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ সিহাব উদ্দিন