যশোরের ২টি সফল অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ২


উপজেলা প্রতিনিধি, মনিরামপুর প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩, ৬:৫০ অপরাহ্ণ /
যশোরের ২টি সফল অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ২

(১৪ এপ্রিল ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, জেলা গোয়েন্দা শাখা, যশোর, সংগীয় এএসআই(নিঃ)/ মোঃ শফিউর রহমান, এএসআই(নিঃ)/৩৭২ মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২৩.৪৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন বহিলাপোতা গ্রামস্থ মোঃ শফিক, পিং-মৃত জব্বার এর টিনের ছাউনি টিনের বেড়াযুক্ত বসত ঘরের সামনে হইতে আসামী ১। মোঃ আব্দুল জব্বার(৩৮), পিতা-আব্দুল হালিম, সাং-বহিলাপোতা, থানা-শার্শা, জেলা-যশোর কে ১২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩,৬০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

(১৫ এপ্রিল ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ) নিরমল কুমার ঘোষ ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০১.৩৫ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন ১০ নং চাচড়া ইউনিয়ানের যশোর টু বেনাপোল মহাসড়কের পুলেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মো: হাসান মোল্ল্যা (২৯) ,পিতা: মৃত: জালাল মোল্ল্যা, মাতা-মোছা: মর্জিনা বেগম, চাচা-শাহাদাত মোল্ল্যা, সাং: আড়িয়ারা, থানা: লোহাগড়া, জেলা: নড়াইল এ/পি সাং: ঝুমঝুমপুর বাবলাতলার রতন মিয়া, পিতা: মৃত ফারুক মিয়া এর বাড়ির ভাড়াটিয়া, থানা: কোতয়ালী, জেলা: যশোর কে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১,৬৫,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

পত্রিকা একাত্তর/ কে,এম,মোজাপ্ফার