রমজানে অন্যতম আমল হলো- অপরকে ইফতার করানো। আর ইফতার যদি করানো হয় কোনো অসহায়কে, তখনতো প্রতিদান আরও বহুগুণে বেড়ে যায়। সবাই মিলে একসাথে, ইফতার করি হাসিমুখে” উক্ত স্লোগানকে সামনে রেখে তাই এই মাহে রমজান মাসে “শান্তিময় যুব সংগঠন” এর পক্ষ থেকে ১১ রমজানে- নরসিংদী জেলার পলাশ উপজেলায় চরণগর্দী গাউছিয়া এতিমখানা মাদ্রাসা এবং ২০ রমজানে- সৈয়দ ফজলুল করিম কেরাতুল কোরআন কওমিয়া মাদ্রাসা ২০০ জন ছাত্র এবং মুসল্লীদের মধ্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
উক্ত ইফতার বিতরন কর্মসূচি তে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহমুদুল হাসান হৃদয় , মাঈন, লিমন, শামীম, মেহেদী, শান্ত, সানোয়ার, রাসেল, রিয়াজ, ইউসুফ, পারভেজ, জাহিদুল ইসলাম ও অন্যান্য সদস্য গন প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান হৃদয় বলেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, এবং ভবিষ্যৎ ইনশাআল্লাহ আরো ভালো কাজ করবো সমাজের মানুষের জন্য। যারা আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছন সকলেকে ধন্যবাদ আমাদের সংগঠনের পাশে থাকার জন্য।
পত্রিকা একাত্তর/ সিয়াম সরকার