বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাটে যাত্রা শুরু করলো সুবর্ণ ইলেকট্রিক


স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩, ২:১৫ অপরাহ্ণ /
বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাটে যাত্রা শুরু করলো সুবর্ণ ইলেকট্রিক

ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাটে “সুবর্ণ ইলেকট্রিক “নামে একটি দোকানের উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪নং বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান ও ছোট দরবেশ মতিউর রহমান মতি এবং দোকানের মালিক মিন্টু সরকার সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো দোকানটির উদ্বোধন কালে বলেন লক্ষীরহাটে ইলেকট্রিক দোকানের ভীড়ে নতুন এই প্রতিষ্ঠান মান সম্মত পন্য বিক্রি করবে। সেই সাথে দেশি বিদেশী বিভিন্ন সামগ্রী সুলভ মুল্যে বিক্রি করবে এ প্রত্যাশা জানিয়ে বলেন আমরা তাদের সাফল্য কামনা করছি ।

দোকানের মালিক মিন্টু সরকার বলেন, এখানে দেশি বিদেশী সব ধরনের ইলেকট্রিক সামগ্রীর পসড়া থাকবে সেই সাথে গুনগত মানের দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। কোন পন্যের মানের ব্যাপারে আমরা আপস করবোনা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুলভ মুল্যে পন্য সরবরাহ করার আশ্বাস দেন।

এরপরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেছেন ছোট দরবেশ মতিউর রহমান মতি।

পত্রিকা একাত্তর/ সুমন