ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কর্তৃক হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩, ১০:২৯ পূর্বাহ্ণ /
ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কর্তৃক হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান

নোয়াখালী সোনাইমুড়ীতে হতদরিদ্র, নিন্ম আয়ের মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ।

শুক্রবার জুম্মার নামাজের পর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে ডাঃ মোস্তফা সাহেবের বাড়িতে প্রায় ৪ শত হতদরিদ্র, নিন্ম আয়ের মানুষের মাঝে এসব আর্থিক অনুদান বিতরণ করা হয়।

ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মাওলা, দেউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল । ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া সমাজের হতদরিদ্র নিন্ম আয়ের মানুষকে সাবলম্বী করার লক্ষ্যে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয় তুলে ধরেন ।

পত্রিকা একাত্তর/ শাহাদাত হোসেন