সিরাজগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক


জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ প্রকাশের সময় : ১৩/০৪/২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ /
সিরাজগঞ্জে গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক

বুধবার রাত ১১.৪৫ ঘটিকায় র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ।

পত্রিকা একাত্তর/ শাহাদত হোসেন