ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শেরপুর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বিশেষ উঠান বৈঠক বৃহস্পতিবার সকাল ১১টায় সুঘাট ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
শেরপুর উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা মোছা: হাবিবা খানমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসাইন (আজম), সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, আ.লীগ নেতা আবু তালেব আকন্দ, আব্দুল গফুর, ইউপি সচিব আমিনুল ইসলাম, তথ্য সেবা সহকারী সুকলা রাণী দত্ত, ছোনিয়া ছামাদ প্রমুখ।
পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ
আপনার মতামত লিখুন :