patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

৪র্থ শ্রেণির শিক্ষার্থী জসিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, শেরপুর
এপ্রিল ১৩, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের শ্রীবরদীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জসিম হত্যায় জড়িত আসামী মাসুদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে এলাকাবাসীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, আবু সামা কবির বিএসসি, রানীশিমূল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াছেক বিল্লাহ বিল্লাল, সহ-সভাপতি এমএ মোনায়েম, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রনি, হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন চারু, নিহত জসিমের মা জবেদা বেগম প্রমূখ।

নিহত জসিমের মা জবেদা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসি চাই। এসময় স্থানীয় এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ ব্যাপারে বলেন, মামলার আসামী মাসুদকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালতে আসামীর রিমান্ড আবেদন করলে আদালাত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৫ এপ্রিল সন্ধ্যায় মায়ের জন্য পান কিনতে বড় ভাইয়ের ভ‍্যানগাড়ী নিয়ে গ্রামের বাজারে যায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জসিম মিয়া। এ সময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ ফুঁসলিয়ে তাকে হাসধরা গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে ভ‍্যানগাড়ীটি ছিনিয়ে নিয়ে তাকে নির্মমভাবে হত‍্যা করে। পরের দিন সকালে জসিমের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মাসুদ (২৩)কে আটক করে শেরপুর কোর্টে প্রেরণ করেন। এঘটনায় নিহতের বড় ভাই রুবেল মিয়া মাসুদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

পত্রিকা একাত্তর/ আবু হেলাল