patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় খালে মিলল মৃত হরিণ

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা
এপ্রিল ১৩, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার পাথরঘাটায় মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন হরিণঘাটা পর্যটন কেন্দ্রের খাল থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পূর্ব দক্ষিণ এলাকায় বিষখালী নদীর পাশের খালে একটি হরিণ ভাসতে দেখে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত একটি পুরুষ হরিণ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে- হয়তো হিংস্র প্রাণীর কামড়ে মৃত্যু হয়েছে। হরিণের শরীরে একাধিক জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনের নিদর্শনা অনুযায়ী হরিণটি মাটিতে পুঁতে ফেলা হবে। এর আগেও চলতি বছরের ২০ মার্চ দুইটি মৃত হরিণ উদ্ধার করে বন বিভাগ।

পত্রিকা একাত্তর/ তাওহীদুল ইসলাম