patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

আসক ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগের উদ্যোগে ইফতার

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
এপ্রিল ১৩, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ২৬ বছরের পথ চলা। প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক নিউটনের ৪র্থ মৃত্যু বার্ষিকী ও ইফতারের আয়োজন করে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় ১২ এপ্রিল বুধবার বিকেল চারটায় নগরীর পুলিশ প্লাজার রোজ গার্ডেনের হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক নাজমুন্নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক রকিব আল মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা ও মোঃ জুবায়ের।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিভাগীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দের মধ্যে,মোঃ নুরুল বাশার, এডভোকেট তসলিম, আলহাজ্ব হারুন চৌধুরী, মোঃ ইসমাইল ইমন, লায়লা ইয়াছমিন, মিথিলা চৌধুরী, তাহেরা শারমিন, এম এ নাঈম ও জেয়াবুল তারেক।

প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন ১৯৯৬ সালের ২৬ অক্টোবর মানবাধিকার কর্মীদের সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। আসক ফাউন্ডেশন ২৬ বছর ব্যাপী মানব অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসহায় নির্যাতিত অধিকার বঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামীতেও সংগঠনের পাশে থাকা আন্তরিক নিরলস কর্মীদের নিয়ে এই সংগঠন আত্ম মানবতার সেবায় নিয়োজিত থাকবে।যে বা যারা আসক ফাউন্ডেশনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মোঃ খোরশেদ আলম।

পত্রিকা একত্তর/ ইসমাইল ইমন