patrika71
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্টানে ৩৪ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
এপ্রিল ১২, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসন অভিযানে চালিয়ে বেকারী ও দধি ভান্ডার সহ দু’ মাংশ বিক্রেতাকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকালে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব শহরের নতুন বাজারে এক অভিযানে গিয়ে ভ্রাম্যমান আদালত করে ওই জরিমানা আদায় করেন। এসময় তার সাথে কালীগঞ্জ থানা পুলিশের এস আই শামিম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট হাবিবুল্লাহ হাবিব জানান, পবিত্র রমজান উপলক্ষে বুধবার বিকালে তারা বাজার মনিটরিং করতে শহরে নামেন। এ সময় আড়পাড়া নতুন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংশ বিক্রি করায় বদর হোসেনকে দুই হাজার ও সাইদুল ইসলাম কে দুই হাজার টাকা জরিমানা করেন।

এরপর বাজারেই পাশেই শাহ আলী বেকারী ও কুষ্টিয়া দধি ভান্ডার নামে আরো দু’টি প্রতিষ্টানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় বেকারীর মালিক বাবলু খানকে ২০ হাজার ও দধি ভান্ডারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ অভিযানে আসা নির্বাহী ম্যাজিষ্টেট আরো জানান, রমজানের পবিত্রতা রক্ষায় তাদের এ অভিযান ও বাজার মনিটরিং অব্যহত থাকবে।

পত্রিকা একাত্তর/ মাহফুজুর বহমান