বাগেরহাটের রামপাল থানার ফয়লা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৩০পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
আটককৃতের নাম মোঃ গোলাম রসুল (১৯) । সে উপজেলার ব্রী -চাকশ্রি গ্রামের শেখ জাহাঙ্গীর এর পুত্র। এ ঘটনায় ফয়লা ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ১৪,তাং-১১.০৪.২০২৩। মামলা এবং পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ এপ্রিল) ফয়লা ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন ও এএসআই আল-আমিন সহ সঙ্গীয় ফোর্স সহ একটি টিম মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার ব্রী- চাকশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম রসুল নামে এক ব্যাক্তি পালিয়ে যাবার চেষ্টা করে।
এ সময় তাকে আটক করে তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন গতকাল ফয়লা ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।তার বিরুদ্ধে রামপাল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু তালেব
আপনার মতামত লিখুন :