ডোমারে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১১/০৪/২০২৩, ১০:০৭ অপরাহ্ণ /
ডোমারে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বর্তমান সরকারের গণমুখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সকল স্বাস্থ্য সহকারী (এইচএ) পদধারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ই এপ্রিল) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান নোবেল, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমূখ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার স্বাস্থ্য সহকারীবৃন্দ।

সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার দুই বছর পুর্তি হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্বাস্থ্যকর্মীরা।

পত্রিকা একাত্তর/ রিশাদ