ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ


উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল প্রকাশের সময় : ১১/০৪/২০২৩, ৪:১০ অপরাহ্ণ /
ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

সোমবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বাইতুল জান্নাত মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের সাথে এই ইফতারের আয়োজন করা হয়। এসময় পৌর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হাসনাত রুম্মন সহ মাদ্রার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিশুদের ইফতারের জন্য ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, ডিম, কাচ্চী বিরানী, জুস। ইফতারের আগে স্বেচ্ছাসেক লীগের এই নেতা এতিমখানার কর্তৃপক্ষের হাতে এসব খাবার তুলে দেন। পরে এক সাথে তাদের সাথে বসে ইফতার করেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, আজকের এই পবিত্র দিনে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে একসাথে বসে ইফতার করতে পেয়ে খুব আনন্দ লাগছে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন সকলকে সাথে নিয়ে চলার জন্য। তারই নির্দেশে আজ আমি আমার পক্ষ থেকেই এই এতিম শিশুদের ইফতার করিয়েছি।

তিনি আরো বলেন, সিয়াম সাধনার মাধ্যমে রমজানে আমরা সকলে ক্ষুধার্ত ও অসহায় মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করি। প্রত্যেকের উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু, অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তদেরকে সহায়তার মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করার।

পত্রিকা একাত্তর/আনোয়ার হোসেন