গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার গৃহবধূর ভাসুর


উপজেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ১০/০৪/২০২৩, ৭:০৯ অপরাহ্ণ /
গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার গৃহবধূর ভাসুর

বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে করিম প্রামানিক (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ এপ্রিল (রবিবার) বিকেলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল বগুড়া (শজিমেক) থেকে আটক করা হয়। একই দিন সকাল ৯টার দিকে ধর্ষণ করতে গেলে তার বিশেষ অঙ্গ কেটে দেওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেপ্তার হওয়া করিম উপজেলার খানপুর ইউনিয়নের দহপাড়া গ্রামের মৃত আফসার প্রামানিকের ছেলে। করিম ওই গৃহবধূর সম্পর্কে ভাসুর।

জানা যায়, করিম দীর্ঘদিন যাবৎ ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছে। এতেও করিম ক্ষান্ত হননি। এরই ধারাবাহিকতায় রবিবার (০৯ এপ্রিল) সকালে ওই গৃহবধূ কাজের জন্য ভূট্টাক্ষেতে গেলে করিমও তার পেছনে পেছনে গিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ তার কাছে থাকা ধারালো ব্লেড দিয়ে করিমের পুরুষাঙ্গে আঘাত করলে আহত অবস্থায় সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গৃহবধূ বিষয়টি পরিবারকে জানিয়ে শেরপুর থানায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ