নড়াইলে একটু হাসি স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতারও মাহফিল অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশের সময় : ০৯/০৪/২০২৩, ২:৪৩ অপরাহ্ণ /
নড়াইলে একটু হাসি স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতারও মাহফিল অনুষ্ঠিত

নড়াইলে একটু হাসি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিম, মাদ্রাসা ছাত্র, বুদ্ধিপ্রতিবন্ধী ও দরিদ্র পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলার বেশ কিছু এলাকায় শতাধিক রোজদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শনিবার হান্দলা-বাড়ীভাঙ্গা গোলাম মোস্তফা ইসলামিয়া মাদ্রাসায় সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ আবদুস সাত্তারের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একটু হাসি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা নূরুজ্জামান সুমন, প্রতিষ্ঠাতা পরিচালক অনিক ইমাম, পরিচালক মোঃ আবিদুর রহমান আবিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাসিব মোল্যা, মাদরাসার শিক্ষক হাফেজ ইয়াসিন আরাফাত সহ অনেকে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু