পবিত্র মাহে রমজান মোবারক উপলক্ষে ৮ এপ্রিল শনিবার রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম নগরের ষ্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইফতারের আগে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়। মিলাদ পরিচালনা করেন বানিয়াটিলা জামে মসজিদের ইমাম মওলানা সাহাব উদ্দিন। রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক বিসনেজ বাংলাদেশ ব্যুরো চীফ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক সকালের সময়ে ব্যুরো চীফ এস এম পিন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, দিনকালের ব্যুরোচীফ হাসান মুকুল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য তুষার দেব, চট্টগ্রাম কাগজের সম্পাদক এ এস এম আব্দুল গফ্ফার মিয়াজী, দৈনিক ভোরের ডাকের ব্যুরো প্রধান কিরণ শর্মা, দৈনিক নয়া দিগন্তের ব্যুরোচীফ ওমর ফারুক, দৈনিক পুর্বদেশের সিনিয়র রির্পোটার এম এ হোসাইন, ডেইলি নিউ নিশানের ব্যুরোচীফ নজরুল, দৈনিক সময়ে কাগজের সিনিয়র রিপোর্টার মাকছুদ আহমদ, বাংলা ট্রিবিউনের সিনিয়র রির্পোটার নাসির উদ্দিন রকি, দৈনিক পূর্বকোণে রির্পোটার রাজীব রাহুল, দৈনিক আমাদের নতুন সময়ের সিনিয়র রির্পোটার এম আর আমিন, ডেইলি বাংলাদেশ নিউজের ব্যুরোচীফ রাহুল সরকার, দৈনিক আমাদের বাংলার সিনিয়র রির্পোটার তুষার মজিব, দৈনিক বাংলাদেশ সমচারে সিনিয়র রির্পোটার আবদুল মতিন চৌধুরী রিপন, সিনিয়র রির্পোটার রাজিব সেন প্রিন্স, দৈনিক সরজমিনের ব্যুরোচীফ গিয়াস উদ্দিন লিটন, দৈনিক সাঙ্গুর রির্পোটার জাহেদুল ইসলাম , দৈনিক বাংলাদেশ টুডের মাজাহার রানা, মনিশা আর্চায্য প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকসহ রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন
আপনার মতামত লিখুন :