প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবকলীগ।
শনিবার বিকেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন বাবলু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূর ইসলাম তালাশ, সিনিয়র সহ সভাপতি আবু হাসনাত রুম্মন, সাধারণ মেহেদি হাসান রনি, দপ্তর অভিজিত রায় (অভি) প্রমূখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ আমরা অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছি। আমাদের নেত্রী আগেই বলেছেন আমরা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে যারা কষ্টে আছেন যারা গরীর মানুষ তাদের হাতে খাবার তুলে দেবো। এরই ধারাবাহিকতায় আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। এই ধারা অব্যাহত থাকবে।
পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ
আপনার মতামত লিখুন :