শালিসী বৈঠকের রায়কে কেন্দ্র করে ইউপি সদস্য কে মারধর


উপজেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ০৮/০৪/২০২৩, ১১:০৮ অপরাহ্ণ /
শালিসী বৈঠকের রায়কে কেন্দ্র করে ইউপি সদস্য কে মারধর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামে চুরির ঘটনায় ৭ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শালিসী বৈঠকের রায় কে কেন্দ্র করে ইউপি সদস্য আবুল কালাম আজাদ কে মারধর করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতে আউয়াল (৪০), সেলিম (৩৮), আলী (৩৪), খাদেমুল (৩৬), বিপু (৩০), সাগপ (৩৪) ও সনেট (২৮) এর বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামের ইবতেদায়ী মাদরাসার ফ্যান ও টিউবওয়েল রমজান মাসের আগে কিশোর গ্যাংয়ের সদস্য আকাশ, হাসান, নাসিম, নাঈম ও রাজু চুরি করে। বিষয়টি জানাজানি হলে ৭ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঈদগাহ মাঠের কাছে খোকার চায়ের দোকানে শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে ওই কিশোররা অভিযুক্ত প্রমানিত হলে তাদের অভিভাবকদের শাসন করার জন্য বলা হয়। শাসনের নামে মারপিট অতিরিক্ত হলে ইউপি সদস্য আবুল কালাম আজাদ মারধর করতে নিষেধ করে এবং তাদের থানায় সোপর্দ করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত ব্যাক্তিরা তাকে বেদম মারপিট করে।

এ সময় তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় তারা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ইউপি সদস্য আবুল কালাম আজাদ বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, গত নির্বাচনে আব্দুল মান্নান আমার কাছে হেরে যাওয়ায় তার গ্রুপের লোকজন আমাকে পরিকল্পিত ভাবে মারধর করেছে। এর আগেও এই গ্রুপের লোকজন আমার এক কর্মীকে মারধর করেছিল।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ