হারানো বিজ্ঞপ্তি: দাখিল সনদপত্র


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৭/০৪/২০২৩, ৩:১৯ অপরাহ্ণ /
হারানো বিজ্ঞপ্তি: দাখিল সনদপত্র

নীলফামারীর ডোমারে মোঃ রফিকুল ইসলাম (২৬) নামের এক শিক্ষার্থীর দাখিল পরীক্ষার সনদপত্র ফটোকপি করার উদ্দেশ্যে অজান্তে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরেও ভুক্তভোগী শিক্ষার্থী সনদপত্র উদ্ধার করতে না পেরে ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

বৃহস্পতিবার (৬ই এপ্রিল) উপজেলার সোনারায় ইউনিয়নের বাসিন্দা ও ডোমার ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম সশরীরে ডোমার থানায় এসে দাখিল পরীক্ষার সনদপত্র হারিয়েছে মর্মে সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-২৫০।

ডায়েরী সুত্রে জানা যায়, ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের দলুয়া গ্রামের মোঃ আব্দুল মজিদ ও মোছাঃ কুলছুম বেগমের পুত্র মোঃ রফিকুল ইসলাম চলতি বছরের গত ৯ই মার্চ দাখিল পরীক্ষার সনদপত্র ফটোকপি করার উদ্দেশ্যে ডোমার বাজার আসেন। তবে অসাবধানতা বশতঃ কারণে তার কাগজটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও কাগজটি উদ্ধার করতে পারেনি সে।

হারানো কাগজের বিবরণ : শিক্ষার্থীর নাম—মোঃ রফিকুল ইসলাম, পিতার নাম—মোঃ আব্দুল মজিদ, মাতার নাম—মোছা: কুলছুম বেগম, কাগজের ধরণ—সনদপত্র, পরীক্ষার নাম—দাখিল, সাল—২০১১, প্রতিষ্ঠানের নাম—ডোমার ইসলামিয়া আলিম মাদ্রাসা, রোল নম্বর—৪১৯৩৮১, রেজিস্ট্রেশন নম্বর—৫৬১৩৫৮, শিক্ষাবর্ষ—২০০৯/১০, বিভাগ—বিজ্ঞান, ফলাফল—জিপিএ ৩.৮৮, সার্টিফিকেট ক্রমিক নম্বর—১১৬৩৩৯, কোড নম্বর—১৪৮৫০, কেন্দ্রের নাম—ডোমার, জন্মতারিখ—০৯ মে, ১৯৯৬, ইস্যুকৃত কর্তৃপক্ষ—বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

পত্রিকা একাত্তর/ রিশাদ