নীলফামারী জেলায় স্বাস্থ্যখাতে প্রথম স্থান অধিকারী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলতি বছরের মার্চ মাসে প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। প্রায় সাড়ে ৮ হাজার রোগীকে সেবা প্রদান করতে সক্ষম হয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৭ই এপ্রিল) চলতি বছরের গত মার্চ মাসে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ৮ হাজার রোগীর মাঝে প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী।
পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, মার্চে হাসপাতালের বহির্বিভাগে ৪ হাজার ৯৩৭ জন, অন্তঃবিভাগে ১ হাজার ১৭৫ জন ও জরুরী বিভাগে ১ হাজার ২৯৮ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা। এছাড়া গর্ভবতী ও প্রসূতি বিভাগে ৪৬৬ জন প্রসব পরবর্তী (এএনসি) এবং ২০৬ জন রোগীকে প্রসব পূর্ববর্তী (পিএনসি) চিকিৎসা প্রদান করা হয়।
আরও জানা যায়, হাসপাতালের গর্ভবতী ও প্রসূতি বিভাগের আওতায় গত মার্চ মাসে ৯২টি নরমাল ডেলিভারি এবং ২৮টি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক প্রসব করান দায়িত্বরত চিকিৎসকরা। এছাড়া ১টি হাইড্রোসিল, ৩টি হারনিয়া, ১টি অ্যাপেন্ডিসেকটোমি, ২টি ভ্যাজাইনাল হিস্টেরেক্টোমি এবং ১টি হেমোরয়েডেকটমি অপারেশন সম্পন্ন করা হয়।
অন্যদিকে, বিবাহিত মহিলাদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ৬৬ জনের ভায়া (ভিআইএ) টেস্ট পরিচালনার মাধ্যমে ৪ জনের ক্যান্সার শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন হাসপাতালে নিয়োজিত স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :