ঝিনাইদহে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা: কুপিয়ে ও পিটিয়ে জখম ৩


জেলা প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশের সময় : ০৬/০৪/২০২৩, ৯:৪৭ অপরাহ্ণ /
ঝিনাইদহে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা: কুপিয়ে ও পিটিয়ে জখম ৩

আধিপত্য বিস্তার নিয়ে সরগরম হয়ে উঠেছে পদ্মাকর ইউনিয়ন। বৃহস্পতিবার বিকাশ বিশ্বাসের ভাই স্বপন বিশ্বাসের উপর হামলার পর এই উত্তেজনা দেখা দিয়েছে।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষ নিজামুল গণি লিটুর সমর্থক গোল্ডেন লাইন পরিবহনের স্টাটার তমিজ উদ্দীনকে কুপিয়ে জখম করা হয়েছে।

তথ্য নিয়ে জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে বৃহস্পতিবার ছয়াল গ্রামের রাজন নামে একজনকে মারধর করে বিকাশ গ্রæপের লোকজন। এঘটনার জের ধরে পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের ভাই স্বপন বিশ্বাসকে পাল্টা হামলা চালিয়ে আহত করে লিটু গ্রুপের লোকজন। বৃহস্পতিবার ইফতারের পর গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারে বসে ছিলেন লিটুর সমর্থক তমিজ উদ্দীন।

এ সময় বিকাশ বিশ্বাসের লোকজন তাকে কুপিয়ে জখম করে বলে নিজামুল গণি লিটু অভিযোগ করেন। খবর পেয়ে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই এহসান ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। বিষয়টি নিয়ে পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান নিজামুল গণি লিটু পরস্পরকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।

পত্রিকা একাত্তর/ মাহফুজুর রহমান