চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে নতুন পাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জাফরকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার সীমান্ত এলাকার নতুন পাড়া গ্রামের আয়নাল মন্ডলের। ছেলে জাফর আলী (৩৩)।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপল সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোড় সোয়া ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নতুন পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আয়নাল মন্ডলের ছেলে জাফর আলিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে তার বসত ঘরে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।
ফেন্সীডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :