নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ঠা এপ্রিল) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। এতে সভাপতিত্ব করেন—সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী বাবুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন। এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রমূখ।
ইফতার মাহফিলে বিএনপি সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :