patrika71
ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) রাত ১১ টার দিকে কদমতলী পোস্তগোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফরহাদ হোসেন এবং তার বয়স ২৫ বছর।

ফরহাদ হোসেনের এক বন্ধু জানান, ‘আমরা শনিবার সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে বের হই। বাসায় ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ঢালে আসা মাত্রই একটি ট্রাক আমাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় ফরহাদ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফরহাদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহত ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ হেফাজতে রয়েছেন ট্রাক চালক। জব্দ করা হয়েছে ট্রাকটি।

পত্রিকা একাত্তর/ আল-আমিন