মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
শুক্রবার (৩১শে মার্চ) বিকালে উপজেলার পাঙ্গা পীর সাহেবের হাটে ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি। এতে সভাপতিত্ব করেন—পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন।
পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সহিদ আহম্মেদ সান্তু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক প্রমূখ সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর/ রিশাদ