patrika71
ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
মার্চ ৩০, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে নারী বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে বাগেরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে এসিলাহা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুচি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।

এদিন জেলার বিভিন্ন স্থানের ২০ জন নারী মৃক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। স্বাধীনতার দীর্ঘদিন পরে হলেও এমন সংবর্ধনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন নারী বীর মুক্তিযোদ্ধারা।

পত্রিকা একাত্তর/ আবু তালেব