ডোমারে দুইদিন ব্যাপী ‘স্মার্ট ভারবাল অটোপসি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২৮/০৩/২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ /
ডোমারে দুইদিন ব্যাপী ‘স্মার্ট ভারবাল অটোপসি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে দুইদিন ব্যাপী ভিএ ইন্টারভিউয়ার প্রশিক্ষণের আওতায় ‘স্মার্ট ভারবাল অটোপসি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (২৮শে মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস-এর সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মফিজুল ইসলাম, ডাঃ নাহিদা তাসনিম ও ডাঃ কামরুল হাসান নোবেল, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমূখ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গতকাল ২৭শে মার্চ (সোমবার) দুইদিন ব্যাপী ভিএ ইন্টারভিউয়ার প্রশিক্ষণের আওতাধীন স্মার্ট ভারবাল অটোপসি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ