নড়াইলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার জেলা প্রশাসন , জেলা আওয়ামীলীগসহ সরকারি -বেসরকারি সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে।
প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি স্তম্ভ ,গন কবর ,বধ্যভূমি,জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু ও চেতনা চত্বর ও বঙ্গবন্ধুর মুর্যালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, জেলা বিএনপি,নড়াইল পৌরসভা,নড়াইল প্রেসক্লাব, সহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি বিভিন্ন দপ্তরসমূহ, সরকারি-বে-সরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।
এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বীরশ্রেষ্ট নুর মোহম্মদ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা, খেলাধুলা প্রতিযোগীতা, জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শন, এতিমখানা, জেলখানা, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসানপৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু