ফিতা কেটে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার উপকেন্দ্রের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে শুক্রবার বিকেল চারটায় উদ্বোধন শেষে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০কেভিএ ক্ষমতা সম্পন্ন ওই উপকেন্দ্রে মনোরম পরিবেশে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ আব্দুল কুদ্দুস। এরপর কেন্দ্রটির ফলক উন্মোচন শেষে একটি বকুল ফুলের চারা রোপণ করেন প্রধান অতিথি।
বিদ্যুতের বোর্ড সমিতির সভাপতি মো. জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবিস-২ এর জেনারেল ম্যানেজার মোঃ মোমীনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুল মতিন মাস্টার।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি বোর্ড সমিতির সচিব মো. আশরাফুল ইসলাম, গুরুদাসপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুর রশিদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন