বরগুনার পাথরঘাটা-বরিশাল সড়কপথের একটি বিআরটিসি বাস ভান্ডারিয়ায় দুর্ঘটনা শিকার হয়েছে।
গাড়ির কন্ট্রাক্টর মেহেদী সহ এপর্যন্ত ২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে ভোর সাড়ে ৬ টার দিকে বরিশাল থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে ওই বাসটি। বেলা সাড়ে ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া অতিক্রম করার সময় সাংসদ বিএইচ হারুন সাহেবের বাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ পোস্টের সঙ্গে ধাক্কা লেগে কি ও আচ্ছা রাস্তার পাশে খাদে পরে যায়। এসময় গাড়িটির কন্ট্রাকটর বরিশালের মেহেদী(৪২) এবং পারভেজ (৪৫) নামক অপর এক ওষুধ কোম্পানির যাত্রী মারা যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ভান্ডাড়িয়ার স্থানীয় সাংবাদিক এইচ এম জুয়েল মুঠোফোনে জানান, ওই গাড়িটিতে পাথরঘাটার বনিক সমিতির সভাপতি মোঃ জামাল শরীফ সহ অনেকেই আহত হয়েছেন। সাংবাদিক জুয়েল জানান, পাথরঘাটা বনিক সমিতির সভাপতি জামাল শরীফের সঙ্গে থাকা যাত্রীসহ আহত সকল যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা হাসপাতালে পাঠিয়েছেন।
পত্রিকা একাত্তর/ তাওহীদুল ইসলাম