অদ্য (২২.০৩.২০২৩) আজ দুপুরে ভেড়ামায়ায় ইশান (২১) নামের একজন কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়। স্থানীয়র লোলজন জানান, ফুপাতো ভাই রাব্বি কে বাঁচাতে গিয়ে ইশান পানিতে ডুবে মারা গেছে।
তার বাবার বাড়ি মোকাররম পুর ইউনিয়ন ক্ষেমেড়দিয়ার নওদা পাড়া। ইশান পাম্প হাউজ জিকে ক্যানেলে গোসল করতে নেমে সাতার না জানায় পানিতে ডুবে মারা জান। ইশান কুষ্টিয়া দর্পন পলিটেকনিকেল কলেজের ইলেকট্রিক বিভাগের ৬ ম বর্ষের ছাত্র এর মোকারিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে।
জনাব নাসিম সাহেবের বাগানের পাশের গ্রামের প্রবাসী আরিফ হোসেনের বড় ছেলে ইশান।স্থানীয় লোকজনের সাহায্যে। পানি থেকে তুলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ তার বাবার বাড়ি মোকাররম পুর ইউনিয়নের ক্ষেমেরদিয়া নওদাপাড়া গ্রামের বাড়ি নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পত্রিকা একাত্তর/আনোয়ার হোসেন