নোয়াখালী কোম্পানীগঞ্জে বুধবার (২২ মার্চ) সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলাসহ সারাদেশে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নতুন হল রুমে কোম্পানীগঞ্জের ২৯৬ জন ভূমিহীন ও গৃহহীন অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ভূমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন, নোয়াখালী জেলার এ, ডি, সি অজিত দেব, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া,সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) পিয়াস চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সাদেকুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মোঃ কামাল পারভেজ, কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেনসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সারাদেশের ৩৯ হাজার ৩ শত ৬৫ পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়। দেশের ৭ টি জেলা ও ১০১ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ