patrika71
ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে সরকার: রমেশ চন্দ্র

স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
মার্চ ২১, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন। অনেক ঝুঁকি নিয়ে দুঃসাহসের সঙ্গে পদক্ষেপ নিয়ে জনকল্যাণে কাজ করে চলেছেন। এরফলে জনগণ এর সুফল ভোগ করছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন সভাকক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, সাধারণ মানুষের সঠিক সেবা চিকিৎসকদের নিশ্চিত করতে হবে। নইলে জবাবদিহিতার আওতায় আসতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার। এ সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণে করোনার ভ্যাকসিনেশন পরিধিতে এদেশ আমেরিকার চেয়েও ভালো অবস্থানে আছে। স্বাস্থ্যসেবা বিভাগের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে। ভ্যাকসিন কার্যক্রমে সফলতা অর্জন করতে পারলে স্বাস্থ্যসেবায়ও সম্ভব।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রকিবুল আলম চয়ন সহ জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ আল সুমন