মুখী উচ্চ বিদ্যালয়ের নবীণ বরণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার গড্ডিমারী উচ্চ বিদ্যালয় মাঠে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ মোতাহার হোসেন এমপি বলেন,জাতি গঠনে তোমাদের ভূমিকা রাখতে হবে, মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে, ভবিষ্যৎ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।বিশেষ অতিথি মোছাঃ জেসমিন, নাহার হাতীবান্ধা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বিশেষ অতিথি গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। মোছাঃ এলিজা ইয়াসমিন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ গড্ডিমারী ইউনিয়ন শাখা, ছাত্রলীগের সভাপতি মোঃ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ন কবির মাসুম, যুবলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান।
গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান