নিঃস্বার্থভাবে প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমি দান করায় নীলফামারীর ডোমারে সাবেক সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায় ও বিশিষ্ট ব্যবসায়ী নৃপেন্দ্র নাথ সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২০শে মার্চ) বিকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—শালমারা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বনমালী রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ইউআরসি কর্মকর্তা আকরাম হোসেন, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র রায়, শালমারা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহামায়া বর্মন প্রমূখ।
উল্লেখ্য, নির্মাণাধীন এশিয়ান হাইওয়েতে উক্ত শালমারা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর স্কুল ভবনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিদ্যালয়টি বিলুপ্তির চিঠি প্রদান করা হলে, বিলুপ্ত ভবন রক্ষার জন্য ২০২১ সালে ২৭ শতাংশ জমি জগদীশ চন্দ্র রায় ও ২.৫ শতাংশ জমি নৃপেন্দ্র নাথ সাহা দান করেন।
পত্রিকা একাত্তর/ রিশাদ