নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং


উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ প্রকাশের সময় : ২০/০৩/২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ /
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

নোয়াখালী কোম্পানীগঞ্জে ২৯৬ জন গৃহহীনদের জমি ও গৃহপ্রদান উপলক্ষে প্রেস ব্রিফিঃ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া।

আগামী ২২ মার্চ সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ভূমি ও গৃহ প্রদান ও তৃতীয় পর্যায়ের ক তালিকার সর্বশেষ ২৯৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন উপলক্ষে আজ ২০ মার্চ বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিং কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার তোহাসহ উপজেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ আবু সাঈদ