বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে বিভিন্ন উপজেলা আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন স্থানীয় সাংসদ সদস্য অ্যাড.আমিরুল আলম মিলন।
এসময় তিনি গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন এবং সমস্বরে স্লোগান তুলে বঙ্গবন্ধুর কর্মময় জীবন সম্পর্কে বিশদ আলোচনা করেন।আলোচনায় অ্যাড. আমিরুল আলম মিলন বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মুক্তির দূত।
বঙ্গবন্ধু শুধু একক ব্যক্তিসত্তা নন, তিনি এক অনন্য প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু হলেন সর্বজনীন, তার আকাশের মতো বিশাল হৃদয়জুড়ে ছিল মানুষের প্রতি মায়া, মমতা ও ভালোবাসা। বঙ্গবন্ধুর জীবন থেকে বয়স নির্বিশেষে অর্থাৎ শিশু, কিশোর, যুবকসহ সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে।
এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ, প্রফেসর নীতিশ বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃশাহ্-ই আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা নির্বাহী অফিসার এস, এম তারেক সুলতান, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক,উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক তাজিনুর রহমান পলাশ, আওয়ামী লীগ সহ-সভাপতি ইখতিয়ার হোসেন দিলাল, সেচছাসেবক লীগের ইলিয়াস হোসেন দুলাল, সহ আরো অনেকে।অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা রায়ের সুরেলিতো কন্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গান, “বঙ্গবন্ধুর সপ্নের স্বাধীন বাংলায়”ও “এই মন তোমাকে দিলাম” গানটি দিয়ে অনুষ্ঠানটির শুরু হয়।এসময় খুলনার বিখ্যাত “সিলবার এন্টারটেইনমেন্ট” শিল্পিগোষ্ঠির সোজন্যে রাতভর অনুষ্ঠানটি ঘিরে এস, এম কলেজ মাঠে জমায়েত হয় হাজার হাজার দর্শক শ্রোতা।
পত্রিকা একাত্তর/ মোঃনাজমুল