গত ১৫ মার্চ চসিক কর্তৃক কয়েকশত গুণ গলাকাটা হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবীতে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের উদ্যোগে নগরীর ভবন মালিকরা শান্তিপূর্ণ ভাবে নগর ভবন ঘেরাও ও চসিক মেয়রকে স্মারকলিপি দিতে গেলে নগরীর টাইগারপাস এলাকায় একদল দূস্কৃতিকারী বয়োবৃদ্ধ করদাতাদের উপর হামলা করে এবং এতে ৫/৬ জন নগরীর ভবন মালিকদের মাথা ফেটে যায়, আরো ৩০ জন আহত হয়।
এই ঘটনার জন্য চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চসিক মেয়র রেজাউল করীমকে দায়ী করে বলেন, মেয়র নিজেই লোকজন ভাড়া করে এনে নগরীর নিরীহ সিনিয়র সিটিজেনদের উপর হামলা করে আহত করে। তাঁরা নগরীর অভিভাবক হিসেবে মেয়রের এই ধরনের কর্মকাণ্ডে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। করদাতা সুরক্ষা পরিষদের অভিযোগকে চসিক মেয়র অস্বীকার করে উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে পাল্টা অভিযোগ আনেন করদাতা সুরক্ষা পরিষদের বিরুদ্ধে।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ সংগ্রহে আসা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ক্যামরার ফুটেজে দেখা যাচ্ছে একদল কিশোর গ্যাং মেয়রের পক্ষে শ্লোগান দিয়ে নগরীর করদাতা ও আন্দোলনরত নেতৃবৃন্দের উপর হামলা করছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নগরবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং মাননীয় মেয়র মহোদয়কে কর নিয়ে আলোচনা করে সমাধান পৌঁছানোর আহবান জানানোর পাশাপাশি হামলাকারী দোষীদের বিচারের আওতায় আনার দাবী করেন।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন