হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।
শুক্রবার (১৭ই মার্চ) সকাল সাড়ে ৯টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা সভাপতি মোঃ সাহেদ ইসলাম যুবরাজের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম আহম্মেদ বুন্নু, সহ-সভাপতি মোঃ মোরছালিন ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ সিদ্দিক তোরন প্রমূখ।
পত্রিকা একাত্তর/ রিশাদ