হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ‘শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার’-এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (১৭ই মার্চ) সকাল সাড়ে ৯টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিমের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন—শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা সভাপতি মোঃ সাহেদ ইসলাম যুবরাজ, শহীদ মুক্তিযোদ্ধার দৌহিত্র আজমির রহমান রিশাদ, সংগঠনের সদস্য আসিফ সিদ্দিক তোরন, মোঃ মোরছালিন ইসলাম প্রমূখ।
পত্রিকা একাত্তর/ রিশাদ