নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন হাসপাতালের কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার (১৬ই মার্চ) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে নীলফামারী জেলার নতুন সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান পরিদর্শনে এলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
নতুন যোগদানকৃত নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর, আউটডোর, জরুরী বিভাগ সহ হাসপাতালের সকল কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমূখ সহ হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফবৃন্দ।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :