লক্ষ্মীপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালিত


জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশের সময় : ১৫/০৩/২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ /
লক্ষ্মীপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালিত

২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ক্লাস্টার বোরো ধান (ব্রিধান-১০০) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ মার্চ) বিকেল ৪ ঘটিকা হতে জেলার রায়পুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দেগ্যে ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের গাইয়ার চরের বালুধূম নামক স্থানে কৃষক-কৃষাণীদের নিয়ে এই মাঠ দিবস পালিত হয়েছে।

এতে রায়পুর উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো: জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার উদ্ভীদ সংরক্ষন উপ-সহকারী এটিএম খোরশেদ আলম,ইউনিয়নের দায়িত্বে থাকা কৃষিবিদবৃন্দ।

পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ